জিজ্ঞাসা (৩৪): আমার প্রশ্ন হলো আমাদের একটি ফান্ড যা থেকে গরীব মানুষদের সাহায্য করা হয় কিন্তু অনেক সময় কিছু মানুষ সাহায্য চাইতে আসে তার মেয়ের বিয়ের যৌতুক দেবে বলে এমন ব্যক্তি কে টাকা দিয়ে সাহায্য করলে পাপ হবে কী?
জবাব: আমরা জানি যৌতুক অন্যায় ও নিষিদ্ধ। তবে এ অন্যায়কারী হলো যৌতুক গ্রহণকারী। আর যৌতুকদাতা অনেক ক্ষেত্রে মাযলুম হয়ে থাকে, স্বেচ্ছায় বা সানন্দে প্রদান করে না। এমন ক্ষেত্রে অসহায় হিসবে সহযোগিতা করা যেতে পারে, ওয়াল্লাহু আলাম।