জিজ্ঞাসা (৩৯): আমার প্রশ্ন রাসুল (সাঃ) অথবা সাহাবীগন জুমআর খুতবার আগে কোনো ওয়াজ করতেন কি? [মোঃ আলবানী, নোয়াখালী]
জবাব: না, রাসূলুল্লাহ বা সাহাবীগণ জুমুআর খুতবার আগে কোনো ওয়ায বা বয়ান করতে না। বরং তা নিষিদ্ধ।
أن رسول الله صلى الله عليه و سلم نهى عن التحلق قبل الصلاة يوم الجمعة .
নাবী (সা) জুমু‘আর দিন সালাতের পূর্বে গোলাকার হয়ে বসে আলোচনা করা নিষেধ করেছেন? বিশেষ করে নিয়মিত প্রতি জুমুআয় করলে তা সকলেই আপত্তি করেছেন। ওয়াল্লাহু আলাম।