জিজ্ঞাসা (৪১): শায়খ আমি একজন ছাত্র। আমার বয়স ২০ বছর। আমার সমস্যা হচ্ছে আমি অশ্লীল ভিডিও বা হস্তমৈথুনে অভ্যস্ত দীর্ঘদিন ধরে। আমি এই বিষয় থেকে পবিত্র হতে চাই। এখন আমার কি করণীয় এবং এর থেকে চিরদিনের জন্য মুক্তির উপায় বললে আমি একজন তাক্বওয়াবান যুবক হতে পারব ইন্শা-আল্লাহ। [আব্দুল্লাহ, কুমিল্লা]
জবাব: আল্লাহ তা‘আলা তাঁর পবিত্র কিতাবে এবং নবী (সাঃ) তার পবিত্র সুন্নাতে যাবতীয় অশ্লীল ও অন্যায় কাজ থেকে সাবধান করেছেন। কারণ এসবের কারণে মানুষের ওপর নেমে আসে নাম না জানা নতুন রোগ-ব্যাধি ও ভাইরাসের আক্রমণ। আল্লাহ তা‘আলা বলেন,
﴿وَلَا تَقْرَبُوْا الزِّنَى إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيْلًا﴾
“আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং খুবই মন্দ পথ” (সূরা বানী ইসরাঈল : ৩২)।
নবী (সাঃ) বলেন,
لَمْ تَظْهَرِ الْفَاحِشَةُ فِيْ قَوْمٍ قَطُّ حَتّٰى يُعْلِنُوْا بِهَا إِلَّا فَشَا فِيْهِمُ الطَّاعُوْنُ وَالْأَوْجَاعُ الَّتِيْ لَمْ تَكُنْ مَضَتْ فِيْ أَسْلَافِهِمِ الذين مضوا
“যে জাতির মধ্যে যিনার বিস্তার ঘটবে, এমনকি প্রকাশ্যে তার ঘোষণা দিবে, তাদের মধ্যে মহামারিসহ এমন কঠিন রোগ দেখা দিবে, যা তাদের পূর্ববর্তী লোকদের মধ্যে ছিল না।” (সিলসিলায়ে সহীহাহ্-১০৬)
অতএব যাবতীয় অশ্লীল কাজ থেকে বেঁচে থাকা আবশ্যক। পর্নোগ্রাফির প্রতি আসক্তি, হস্তমৈথুন এবং গুনাহ থেকে বাঁচার বড় উপায় হলো মহান আল্লাহকে ভয় করা, আখিরাত ও মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা এবং নিয়মিত সালাত আদায় করা। সালাত সব গুনাহ থেকে বাঁচিয়ে দেয়।
পবিত্র কুরআনে এসেছে
‘হে নবী! ওয়াহীর মাধ্যমে তোমার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, তা তিলাওয়াত করো, নামায কায়েম করো। নিশ্চয়ই নামায অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর মহান আল্লাহর যিক্রই তো সর্বাপেক্ষা বড় জিনিস। তোমরা যা কিছু করো আল্লাহ তা‘আলা তা জানেন’ (সূরা আল ‘আনকাবূত: ৪৫)।
আর হাদীসে বর্ণিত নিম্নের দু‘আটি বেশি বেশি পাঠ করবে। তাতে মহান আল্লাহর সুরক্ষা পাবে। দু‘আটি হলো
اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِيْ وَمِنْ شَرِّ بَصَرِيْ وَمِنْ شَرِّ لِسَانِيْ وَمِنْ شَرِّ قَلْبِيْ وَمِنْ شَرِّ مَنِيِّيْ.
‘হে আল্লাহ! আমি আপনার কাছে কানে মন্দ কথা শুনা থেকে আশ্রয় চাই। চোখ দিয়ে মন্দ কিছু দেখা থেকে আশ্রয় চাই। জিহ্বা দিয়ে মন্দ কিছু বলা থেকে আশ্রয় চাই। অন্তরের খারাপ চিন্তা থেকে আশ্রয় চাই। দেহের কামনা-বাসনার খারাপ চিন্তা থেকেও আশ্রয় চাই’ (সুনান আবূ দাঊদ-হা. ১৫৫১, সহীহ; জামে‘ আত্ তিরমিযী-হা. ৩৪৯২, সহীহ; সুনান আন্ নাসায়ী)।
এছাড়া হাদীসে বর্ণিত আরো অনেক দু‘আ আছে, যা জেনে নিয়ে আমল করতে থাকবে আর অতীতের কৃত কর্মের জন্য বিশুদ্ধ নিয়তে তাওবা করবে। আশাকরি মহান আল্লাহ ক্ষমা করবেন এবং অন্যায় ও অশ্লিলতা থেকে হেফাজত করবেন।